বরিশালে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও জাটকা ইলিশসহ ৭ জন জেলেকে আটক করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ নদীত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়। এ সময় পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল, ৭১৫ কেজি জাটকা ও ৭ জন জেলে সহ একটি নৌযান আটক করেছে। বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির ও সহকারী পুলিশ সুপার মো. দীন-ই-আলম এবং এসআই আলাউদ্দীন আল মাসুম সহ নৌ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বরিশাল পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বুধবার কীর্তনখোলা, কালা বদর ও আড়িয়াল খাঁ নদীত নৌ পুলিশের পৃথক অভিযান চালিয়ে ২০ লক্ষ ৬৫ হাজার ২০০ শত মিটার কারেন্ট জাল সহ ৭১৫ কেজি জাটকা মাছ জব্দ করতে সক্ষম হই। এ সময় ৭ জন জেলে সহ একটি নৌযান আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়। তিনি আরো জানান, জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে। বরিশাল নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।
Leave a Reply