পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে বরিশালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ শুক্রবার পৌনে একটায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।
বিকেল ৩টায় জনসভা স্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। তাকে একনজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহ হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন সভাস্থলে।
এদিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি. জনসভার শুরুতে তালুকদার বক্তব্য রাখেন। ইউনূসের পরিচালনায় মঞ্চে প্রথম বক্তৃতা দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর আজ নির্বাচনী সভায় যোগ দিতে আসছেন। এর আগে যদিও চলতি বছরের মার্চ মাসে বরিশাল সফরের কথা ছিল শেখ হাসিনার, পরে তা স্থগিত করা হয়।
Leave a Reply