আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) কে বরণ করে নিল বরিশাল আ’লীগ। বৃহস্পতিবার দুপুর ১টায় তাকে বহনকারী গাড়ির বহর নগরীর সদর রোডে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। পরে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী বক্তব্যে বরিশাল নগরীকে অবহেলিত উল্লেখ করে আ’লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভরসা করে আপনাদের কাছে পাঠিয়েছে। আমি তার দেয়া দায়িত্ব সঠিকভাবে পালন করবো। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি বরিশাল নগরীকে তিলত্তমা নগরীতে রূপান্তরীত করবো। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। এমন কোন কাজ করা যাবেনা যাতে দলের ক্ষতি হয়, সাধারণ মানুষের ক্ষতি হয়। বরিশালের সীমান্তবর্তী ভুরঘাটা এলাকা থেকে বরিশাল নগরী পর্যন্ত নয়টি স্থানে পৃথকভাবে সংবর্ধনা জানানো হয় আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে। এরপর দুপুর ১টার দিকে তাকে বহনকারী গাড়ি বহর নগরীর সদর রোডে শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আ’লীগ কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। এ সময় তার সাথে ছিলেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও বরিশাল সদর আসনের এমপি এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এর আগে সদর রোডে প্রবেশের সময় ছাদ খোলা জিপে দাঁড়িয়ে হাত নেড়ে নগরবাসীকে শুভেচ্ছা জানান মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। সদর রোডসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দেন। তিনি বরিশালে পৌঁছে অনুষ্ঠানের মঞ্চে ওঠার পরে তাঁকে প্রথমে বরিশাল মহানগর এবং পরে জেলা আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে তৈরি প্রতীক নৌকা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেনম, মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও সাবেক মেয়র শওকত হোসেন হিরনের সহধর্মিণী এবং সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ জেলা ও মহানগর আ’লীগের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম।
Leave a Reply