বরিশাল জেলার বানারীপাড়া থানা পরিদর্শন ও নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় বানারীপাড়া থানা কমপ্লেক্স এ সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে বানারীপাড়া থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন অতীতের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠেছে, কেউ বাংলাদেশের মানুষকে দাবায় রাখতে পারবে না। বিভিন্ন স্বার্থন্বেষী মহল বাংলাদেশের সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিঘ্ন ঘটেছে বলে প্রচার করে আমরা প্রমাণ করে দিয়েছি, হাজারো কন্ঠে বলেছি বিষয়টি মিথ্যা। সুজলা সুফলা এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। বৈষম্য বিরোধী স্বাধীন বাংলাদেশ সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রতি বজায় রাখার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যাতে বানারীপাড়া এলাকার জনসাধারণের মধ্যে সম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় থাকে এবং যে কোনো প্রয়োজনে পুলিশের সাহায্য গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার উজিরপুর সার্কেল মোঃ ইকরামুল আহাদ, বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা, বানারীপাড়া থানাধীন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারন সহ বানারীপাড়া থানার কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply