কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যােগে ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ এপ্রিল ২০২৩ বিকেলে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাহিদ ইকবাল।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ নাসিম আহমদ, সদরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেল সুপার মোঃ শাহ আলম খান, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম, উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, জেলা শিশু বিষয়ক সম্পাদক আহসানুল হক, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, কক্সবাজারে সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবুল মনছুর।
এছাড়া সভায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, ফায়ার সার্ভিস, আনসার, ইসলামিক ফাউণ্ডেশনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
Leave a Reply