ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মধুগ্রাম এলাকায় সাড়ে ৩৫ লাখ টাকাজ মূল্যের ভারতীয় শাড়িসহ চোরাচালানের মালামাল উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মঙলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুগ্রাম বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ২১৯৬/৪-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে রাতের আঁধারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।
টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া মালামাল থেকে ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত বিভিন্ন প্রকারের ভারতীয় বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply