বরিশাল সার্কিট হাউজ সম্মুখে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের নির্বাচনী অফিস উদ্ধোধন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ এপ্রিল বিকেলে অফিস উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আমি বরিশালকে ভালোবাসি। আমার দুর্ভাগ্য আমি বরিশালের মানুষের সাথে খুব একটা পরিচয় হবার সুযোগ পাইনি। এবার যখন সেই সুযোগ পেয়েছি আল্লাহর ইচ্ছায় আমি মেয়র নির্বাচিত হলে সব অনিয়ম দুর্নীতি দূর করবো। আপনাদের বন্ধু হয়ে কাজ করবো। নতুন বরিশাল, জয় হোক শেখ হাসিনার। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, বরিশালবাসীকে পবিত্র ঈদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোকন সেরনিয়াবাতকে দিয়েছেন। এই উপহার আমাদের ধরে রাখতে হবে। খোকন সেরনিয়াবাতকে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। বরিশালে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম। প্রধান বক্তা বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। প্রধানমন্ত্রী তার পছন্দের প্রার্থী দিয়ে বরিশালে পাঠিয়েছেন। তাই খোকন সেরনিয়াবাত সরাসরি প্রধানমন্ত্রীর প্রতিনিধি। যার শরীরে আজো ৭৫ এর হত্যাযজ্ঞের চিহ্ন রয়েছে। তার পিতা নৃশংসভাবে শহীদ হয়েছেন। তাকে নির্বাচিত করলে এই বরিশাল তিলোত্তমা নগরী হবে। নতুন বরিশাল হবে। নির্বাচনী কার্যালয়ের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে বরিশালের আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মেয়র পদে নৌকা প্রতীকের একমাত্র বাহক হিসেবে আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে নিয়ে সব দ্বিধাদ্বন্দের অবসান ঘটিয়ে তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ জড়ো হয়েছিলেন বরিশালের সার্কিট হাউসের বিপরীতে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে। নেতৃবৃন্দ এতে উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের বাহক আবুল খায়েরকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গিকার করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধশালী দেশে পরিনত করতে রাতদিন কাজ করে যাচ্ছেন। সেই সমৃদ্ধশালী দেশের বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরনে তার মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়ী করতে হবে। সকলে মিলে প্রধানমন্ত্রীর প্রার্থীকে জয়ী করিয়ে, বরিশালের যে উন্নয়ন ব্যাহত হয়েছিলো সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, এটা নিজেদের বাঁচা মরার নির্বাচন মনে করে দিন রাত কাজ করবেন। বরিশালের উন্নয়নের জন্য আ’লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়ী করে আনতে হবে।
Leave a Reply