ঈদ উপলক্ষে জিসিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে ঈদের নতুন ফোক গান- বরবাদ। দ্বৈত কন্ঠে গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও জুয়েল। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সুর সংগীত করেছেন সুমন কল্যাণ। গানটির শিল্পী সালমা বলেন- ঈদ উৎসবে বরবাদ গানটি দিগুণ আনন্দ বাড়িয়ে দেবে। আশিক বন্ধুর কথায় ঈদের জন্য চমৎকার একটা উৎসবমুখর গান আমার ভক্ত স্রোতাদের জন্য প্রকাশ হয়েছে, তাই খুব ভালো লাগছে । দর্শক শ্রোতােদর কাছে গানটি জনপ্রিয়তা পাবে আশা রাখছি। গীতিকার আশিক বন্ধু বলেন- বরবাদ গানটি একদম বানিজ্যিক ফোক গান। পার্টিতে অনুষ্ঠানে সবাই গানটি শুনে মজা করতে এবং নাচতে পারবে। বেশ রিদমিক তালের গান। এবার ঈদে তাই গানটি সবার জন্য আমাদের ঈদ উপহার।
Leave a Reply