কক্সবাজার পৌরসভা নির্বাচন
বাহারছড়া ও সমিতি বাজার এলাকায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মাবু ভাইকে স্বতস্ফূর্তভাবে বরণ করলো বিভিন্ন ওয়ার্ড়ের ভোটার সহ নারী পুরুষ আবাল বৃদ্ধা কৃষক শ্রকিম জনগণ।
আগামী ১২ই জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু ভাই বিভিন্ন এলাকার জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন।এই সময় তাকে নারী পুরুষ গলায় মালা পরিয়ে, ফুল ও নৌকা দিয়ে বরণ করেন। প্রথমে তিনি বাহারছড়া এলাকায় গিয়ে মসজিদে আছরের নামাজ আদায় করেন এবং সমিতি বাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন । পরে এলাকাবাসীকে নিয়ে সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন। বাহারছড়া ও সমিতি বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা কক্সবাজার পৌর সভার চার বারের নির্বাচিত চেয়ারম্যান নুরুল আবছার। সমাজ ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ- এসময় উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীর পেশার ভোটারগণ। সভায় নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মাবু বলেন, পৌর নির্বাচনে কালো টাকা পেসিশক্তি দখলবাজ ও অল্প কিছু টাকার বিনিময়ে কোন প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য হাত জোর করে সচেতন নাগরিক সহ ভোটার গণের উপস্থিতিতে মাবু এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন- পৌরসভার আগামী দিন গুলোতে উন্নয়নের জন্য আপনারা আমাকে সুযোগ দিলে বাকীগুলো শেষ করতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাষা করছি।
Leave a Reply