1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
পাবনা -ঢাকা রুটে আগামী সেপ্টেম্বর ট্রেনে চলাচলের ঘোষণা - দৈনিক আমার সময়

পাবনা -ঢাকা রুটে আগামী সেপ্টেম্বর ট্রেনে চলাচলের ঘোষণা

মোঃ শফিকুল ইসলাম সবুজ,পাবনা সদর প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণের পর ৪ দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন গত ১৬ মে বিকালে পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে তাকে নাগরিক গণসংবর্ধনা প্রদানকালীন তিনি  পাবনা- ঢাকা রুটে আগামী সেপ্টেম্বর মাস থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের ঘোষণা দেন।দীর্ঘদিনের দাবী বা স্বপ্ন বাস্তবায়নে উপস্থিত পাবনাবাসী তখন অনেক আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে।পদ্মাসেতু প্রকল্পের আওতায় ২০১৮ সালে ঈশ্বরদী থেকে ঢালারচর পর্যন্ত রেললাইন নির্মাণের মাধ্যমে পাবনা- রাজশাহী রুটে পাবনা এক্সপ্রেস নামে মাত্র একটি ট্রেন চালু থাকলেও সেক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণে মহামান্য রাষ্ট্রপতি”র নতুন এই ঘোষণার মাধ্যমে পাবনা জেলা শহরের সাথে রাজধানী ঢাকার এই প্রথম যুগোপযোগী ট্রেন যোগাযোগ স্থাপিত হওয়ার সম্ভবনায় উপস্থিত জনসাধারণ তাকে গভীর  শ্রদ্ধা এবং ভালবাসা জানায়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও প্রবীণ সাংবাদিক আবদুল মতিন খান জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানসহ উপস্থিত সুধীবৃন্দের আলোচনায় ঈশ্বরদী বিমানবন্দরে পুনরায় বিমান চলাচল আরিচা কাজিরহাট দৌলতদিয়া (ওয়াই প্যাটার্ন) ত্রিমাত্রিক সেতু, ঈশ্বরদীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্হাপন ও পাবনা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতী নদী পুনঃ খননসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচির দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com