1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাত্র-জনতার উপর হামলা, সাবেক ভাইস চেয়ারম্যান মনু আটক - দৈনিক আমার সময়

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাত্র-জনতার উপর হামলা, সাবেক ভাইস চেয়ারম্যান মনু আটক

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
    প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

দেবীগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনুকে আটক করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের নতুন বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দেবীগঞ্জ থানায় ৪৪ জনের নামসহ অজ্ঞাতনামা ১২শ জনকে আসামি করে মামলা হয়েছিল। দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জের হাকিমপুর মৌমারী এলাকার রবিউল ইসলাম রুবেল বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এই মামলা করেছিলেন।

 

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, মঞ্জুরুল ইসলাম মনুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায় তাকে আটক করা হয়।

 

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বুলু মাস্টার, দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদ হাসান স্বপন, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু, দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও কালীগঞ্জ কলেজের অধ্যক্ষ, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেন, দন্ডপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সারা দেশব্যাপী যখন শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলন শুরু হয় সেদিন রবিউল ইসলাম রুবেল সাধারণ ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নিতে দেবীগঞ্জে আসার জন্য রওনা দেন। এরমধ্যে রবিউল ইসলাম রুবেল করতোয়া সেতুর পশ্চিম পাড়ের সড়কে উপস্থিত হওয়ার পর দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর নেতৃত্বে রুবেলের ওপর হামলা করা হয়। এতে তার বাম হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রুবেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com