স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। সেখানে তিনি নৌ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন – বাংলাদেশ পুলিশ প্রধান সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম, নৌ পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান ,স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পুলিশ হেডকোয়ার্টার্স ও নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারবৃন্দ সরাসরি এবং অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভার শুরুতে নৌ পুলিশের কার্যক্রম নিয়ে নির্মিত ডকুমেন্টারী প্রদর্শিত হয়। নৌ পুলিশের সম্মানিত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) পাওয়ার পয়েন্টের মাধ্যমে নৌ পুলিশের পরিচিতি ও অপারেশনাল কার্যক্রম উপস্থাপন করেন।
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ পুলিশের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে জ্ঞাত হন এবং বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং গুরুত্বপূর্ণ দিকনিদের্শনা প্রদান করেন।
মতবিনিময় শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়াতে নৌ পথে নৌ পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি। নৌযান ও জনবল পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি হলে নৌ পুলিশ আরো ভালোভাবে কাজ করতে পারবে।”
Leave a Reply