1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নেত্রকোনায় ২০০ জন অসুস্থ রোগীর মাঝে ১০ লক্ষ টাকার চেক বিতরণ - দৈনিক আমার সময়

নেত্রকোনায় ২০০ জন অসুস্থ রোগীর মাঝে ১০ লক্ষ টাকার চেক বিতরণ

মেহেদী হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
নেত্রকোনায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২০০ জন অসুস্থ রোগীর মাঝে ১০ লক্ষ টাকার অনুদানের  চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা পাবলিক হল রুমে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোনা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আলাউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com