নেত্রকোনায় নকুলমুক্ত পরিবেশে রোববার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জেলা শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রসহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তারসহ জেলা প্রশাসনের উর্ধ্বতনবৃন্দ।
জেলা শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ বির্নিমানে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে হবে
Leave a Reply