1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নির্মাণ আমার সত্ত্বা, অভিনয় আমার প্রেম—নয়ন মাহমুদ শূন্য - দৈনিক আমার সময়

নির্মাণ আমার সত্ত্বা, অভিনয় আমার প্রেম—নয়ন মাহমুদ শূন্য

ফরিদ আলম সৌরভ :
    প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
দীর্ঘদিন সহকারী পরিচালক ও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর অভিনয়েও নিজের প্রতিভার ছাপ রাখছেন নয়ন মাহমুদ শূন্য। মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এবার সম্পূর্ণ ভিন্নভাবে দর্শকদের সামনে আসছেন তিনি। তাঁর মতে, নির্মাণই তাঁর সত্ত্বা, আর অভিনয় তাঁর প্রেম। তবে ভবিষ্যতে তিনি মূলত একজন নির্মাতা হিসেবেই নিজেকে গড়ে তুলতে চান।
সম্প্রতি তিনি একটি নাটকে সহকারী পরিচালকের পাশাপাশি অভিনয়ও করেছেন। তবে এটি পরিকল্পিত কোনো সিদ্ধান্ত ছিল না। নাটকের নির্দেশক, জনপ্রিয় ও গুণী নির্মাতা সালাহ্উদ্দিন লাভলুর নির্দেশেই তিনি চরিত্রটির সঙ্গে যুক্ত হন। অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে নয়ন বলেন, “অভিজ্ঞতা অসাধারণ ছিল। একটি ভালো নির্মাণের জন্য পুরো টিম যে ডেডিকেশন নিয়ে কাজ করেছে, তা সত্যিই অকল্পনীয়। সবাই মিলে যেন একটি পরিবারের মতো কাজ করেছি।”
ক্যামেরার পেছন থেকে সামনে আসার এই অভিজ্ঞতা তাঁর জন্য নতুন কিছু শেখার সুযোগ তৈরি করেছে। যদিও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করতে করতে অভিনয়ে কিছুটা চাপ অনুভব করেছেন, তবে পুরো টিমের সহযোগিতায় সেই চাপ সামলাতে পেরেছেন বলে জানান তিনি।
শুটিং সেটে অনেক সহ-অভিনেতা ও কলাকুশলী তাঁকে সহযোগিতা করেছেন। এমনকি চিত্রগ্রাহক থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরাও তাঁর অভিনয়ে মনোযোগ বজায় রাখতে সহায়তা করেছেন। একটি দৃশ্যে সালাহ্উদ্দিন লাভলুর নির্দেশে তাঁর চরিত্র যুক্ত হয়, যা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে নির্মাতার দিকনির্দেশনায় তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন।
অভিনয় ও পরিচালনার মধ্যে কোনটিকে বেশি উপভোগ করেছেন, এমন প্রশ্নে নয়ন মাহমুদ শূন্য বলেন, “আমি দুইটাই উপভোগ করার চেষ্টা করেছি। সহকারী পরিচালনা আমার দায়িত্ব ছিল, আর অভিনয় ছিল আমার গুরুর নির্দেশ।” ভবিষ্যতে তিনি সালাহ্উদ্দিন লাভলুকে অনুসরণ করতে চান এবং তাঁর পথেই পরিচালনার দিকে এগিয়ে যেতে চান।
পরিচালক হিসেবে কাজ করলে কোন ধরনের গল্প বেছে নেবেন? এমন প্রশ্নের উত্তরে জানান, দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে এমন সব ধরনের সৃজনশীল গল্প নিয়ে কাজ করতে চান তিনি। নাটকের দর্শকদের উদ্দেশে তাঁর বিশেষ বার্তা, “দর্শকেরাই আমাদের শক্তি। তাদের ভালোবাসা ও মন্তব্যই আমাদের সব পরিশ্রমের প্রতিদান।”
বর্তমানে নয়ন মাহমুদ শূন্য অভিনীত ‘আপন মানুষ’ নাটকটি চ্যানেল আই’তে প্রচারিত হচ্ছে শনিবার থেকে বুধবার, সন্ধ্যা ৭:৫০ মিনিটে। তিনি দর্শকদের এই নাটক দেখার জন্য আহ্বান জানিয়েছেন।
নির্মাণ ও অভিনয়ের প্রতি ভালোবাসার গল্প নিয়ে এগিয়ে চলেছেন নয়ন মাহমুদ শূন্য। সময়ই বলে দেবে, নির্মাতা নাকি অভিনেতা—কোন রূপে তিনি দর্শকদের মুগ্ধ করবেন বেশি!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com