গত সোমবার রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একটি ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন পারভেজ।
নিহত পারভেজ ওই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি পেশায় এক জন ব্যবসায়ী।
পুলিশ ও স্বজন সূত্র, ৩১ জানুয়ারি রাতে সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পারভেজ হোসেন। রাতে বাড়ির সামনে মোটর সাইকেলটি পাওয়া গেলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন তাঁর ভাই মো. ফয়েজ আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply