শহরের অভিজাত ক্লাবে এক চিত্রনায়িকার জন্মদিনের পার্টি। হাজির হয়েছেন ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিবর্গ। যার মধ্যে রয়েছেন প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনায়ক, চিত্রনায়িকা ও সিনে সাংবাদিক। কোলাহলের মাঝে নজর কাড়লেন এক সুন্দরী। পরনে স্লিভলেস ব্লাউজ ও কালো ফিনফিনে শাড়ি। মেদহীন ঝরঝরে ফিগারের তরুণীর প্রতি সকলের চোখ। হালের ট্রেন্ড মোজো বাহিনীর কবলে পড়লেও কৌশলে এড়িয়ে চলছেন তিনি।
এই তরুণী মিডিয়ার পরিচিত মুখ। সংবাদ পাঠ করেন একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলে। নাম রোকসানা মিম। গণমাধ্যমকে এড়িয়ে চলেন। তাকে নিয়ে গুঞ্জন সে পার্টিতে একাধিক সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। একজন প্রভাবশালী পরিচালক – প্রযোজকের সাথে মিটিংয়ে বসেছিলেন তিনি। হাস্যোজ্জ্বল মিমকে দেখে বোঝার উপায় নেই তিনি সবিনয়ে ফিরিয়েছেন তার প্রস্তাব।
খোঁজ নিয়ে জানা গেছে, মিমের কাছে সিনেমার প্রস্তাব নিয়ে এসেছেন আরও অনেকেই। ঢালিউডে আরেকজন সংবাদ পাঠিকাকে নায়িকা হিসেবে আনতে চান তারা। সিনেমা করবার ব্যাপারে মতামত জানাননি মিম। অপেক্ষায় আছেন একাধিক পরিচালক ও প্রযোজক।
জানা যায়, উচ্চ শিক্ষিতা মিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেছেন। বি এড শেষ করে বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজে করছেন এম এড। সিনেমায় এলে শিক্ষাগত যোগ্যতায় সকলকে পেছনে ফেলবেন তিনি। আর সৌন্দর্যের কথা তো বলাই বাহুল্য।
Leave a Reply