ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার প্রশাসনিক হল রুমে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু উপস্থিত ছিলেন। সরকারী নির্দেশনা ও ময়মনসিংহ জেলা প্রশাসনের নিদের্শনা মোতাবেক নান্দাইলে বিভিন্ন কর্মসূচির গ্রহন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে শোভা যাত্রা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, সমাজ সেবা অফিসার ইনসান আলী, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, লেখক কলামিস্ট সাইদুর রহমান বক্তব্য রাখেন। সভাপতির বক্তবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর রোজা ও পবিত্র শুক্রবার থাকায় যথা সময়ে সহযোগিতা কামনা করেন।
Leave a Reply