ছোটবেলায় সংস্কৃতি চর্চার প্রতি কমবেশি অনেকেরই প্রবল আগ্রহ কাজ করে । বড় হয়ে কেউ হতে চায় সংগীত শিল্পী আবার কেউবা হতে চায় অভিনেতা -অভিনেত্রী। তবে বাস্তবতার কারণে অনেকেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়। আবার অনেকে নানান প্রতিকূলতা সত্বেও স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে তেমনি একজন মুহাম্মদ সাইফুল ইসলাম খান সুমন ।
স্কুল জীবন থেকেই তার প্রবল আগ্রহ আর ইচ্ছা শক্তি কাজ করতো বড় হয়ে সে একজন অভিনেতা হবেন। আর বড় হওয়ার পর তারই প্রতিফলন ঘটান মুহাম্মদ সাইফুল ইসলাম সুমন । তিনি ১৯৮২ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তার বাবার নাম – আব্দুল মালেক খান এবং মাতা -মোমেলা বেগম। সুমন ১৯৯৯ সালে বাংলাদেশ থিয়েটারের মাধ্যমে নাট্য চর্চায় নিজেকে যুক্ত করেন এবং অদ্যবধি নিয়মিত নাট্য চর্চা করে চলছেন । তিনি এ দলটিতে অভিনয় দক্ষতা দিয়ে দলসহ দর্শকদের মন জয় করে চলছেন প্রতিনিয়ত।
তিনি বাংলাদেশ থিয়েটারের বেশ কয়েকটি নাটকে প্রায় পাঁচ শতাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন -এর মধ্যে উল্লেখযোগ্য নাটক -জাগো মানুষ, অন্তর্জলী, এক্কাদোক্কা, সী-মোরগ এবং সিরাজ যখন নবাব সিরাজুদ্দৌলা। মঞ্চ নাটকের পাশাপাশি তিনি টেলিভিশন মিডিয়াও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য – এবং বিয়ে, সিটি বাস, কেকটাস, ঘোরকাটা এবং সাবধান বাংলাদেশ উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও মডেল হয়েছেন।
মুহাম্মদ সাইফুল ইসলাম খান সুমন দৈনিক আমার সময় কে বলেন আমি যতদিন বাঁচবো ততদিন নিজেকে অভিনয় শিল্পের সাথে জড়িয়ে রাখতে চাই নিজেকে।বর্তমানে তিনি দুইটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ততায় সময় পার করছেন ।
Leave a Reply