২৯ এপ্রিল( শনিবার )২০২৩ ইং তারিখে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সামিরুল ইসলাম নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিদর্শনে আসেন । বিভাগীয় কমিশনার নরসিংদীতে আসার পর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ,ও প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন । এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে ঢাকা বিভাগীয় কমিশনার মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান ।
সভায় বক্তারা ঢাকা বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালনের প্রথমেই পরিদর্শনের জন্য শিবপুর উপজেলাকে বেছে নেওয়ার জন্য কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভাগীয় কমিশনার উপজেলার প্রতিটি বিষয়ে পুঙখানুপুঙখ খোঁজ খবর নেন এবং তাঁর নির্দেশনা ব্যক্ত করেন। উপজেলার মাতৃস্বাস্থ্য ও প্রসূতি পরিচর্যা বিষয়ে শিবপুর উপজেলার অগ্রগতি বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেককে দায়িত্বশীলতা ও কর্তব্য-নিষ্ঠার সাথে কাজ করে ২০৪১ সালের মধ্যেই কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
Leave a Reply