1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দ্বীপ উপজেলা টেকনাফের সেন্টমাটিন নৌ রুটে ৮ দিন পর নৌযান চলাচল শুরু - দৈনিক আমার সময়

দ্বীপ উপজেলা টেকনাফের সেন্টমাটিন নৌ রুটে ৮ দিন পর নৌযান চলাচল শুরু

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি: 
    প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
 কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমাটিনে টানা আটদিন বন্ধ থাকার পর সেন্টমটিন নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার ৩টি ট্রলারে সেন্টমার্টিনে গেছে ৩ শতাধিক যাত্রী ও ২টি ট্রলারে বিভিন্ন ধরনের খাদ্য পণ্য বোঝাই ট্রলার সেন্টমার্টিন দ্বীপ গেছে। একই সঙ্গে আর ৬ টি খালি সার্ভিস ট্রলারও দ্বীপে পৌঁছেছে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচলকারী সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, মঙ্গলবার বিকাল তিনটার পর থেকে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া খালের ঘাট থেকে একে একে ১১টি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্যে তিনটি ট্রলারে ৩ শতাধিক যাত্রীর পাশাপাশি ২টি ট্রলারে খাদ্য পণ্য ও তরিতরকারি এবং আরও ৬টি খালি ট্রলারসহ সর্বমোট ১১টি সার্ভিস ট্রলার ছেড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাতটার দিকে সবগুলো ট্রলার নিরাপদের সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছেন।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস ট্রলারের টিকেট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বিকেলের দিকে যাত্রীবাহী এসবি মাওয়াত, এস বি ওসমান গনি ও এস বি সুমাইয়া ট্রলারে করে তিন শতাধিক যাত্রী এবং ২টি সার্ভিস ট্রলারে খাদ্য পণ্য তরি-তরকারি বোঝাইসহ বৈরি আবহাওয়ার কারণে টেকনাফে নিরাপদ আশ্রয় থাকা ছয়টি সার্ভিস ট্রলারসহ সর্বমোট ১১টি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এসময় অনেক যাত্রী ৮দিন পরে বাড়িতে ফিরতে পেরে টিকেট হাতে নিয়ে কাঁদে দিয়েছেন।
ডেইলপাড়ার বাসিন্দা আমির হোসেন বলেন, গেল সোমবার থেকে টেকনাফে এসে আটকে পড়েছিলাম। সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ ছিল। পরিবার-পরিজন ছিল সেন্টমার্টিন আর আমি ছিলাম টেকনাফ। ধারণা করেছিলাম এবার কোরবানির ঈদে বাড়িতে যেতে পারব না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হলে আমিসহ দ্বীপের প্রায় ৩ শতাধিক বাসিন্দা ট্রলারের সেন্টমার্টিন যাচ্ছে। সবার চোখে মুখে আনন্দের চাপ দেখা যাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান  উদ্দিন বলেন, সাগর বর্তমানে শান্ত থাকায় আজ মঙ্গলবার বিকেলের পর থেকে নৌযান চলাচল শুরু হয়েছে।
সর্বশেষ গত ২৫ মে সেন্টমার্টিনে পণ্য ভর্তি নৌযান গেছে। ওইদিন বিকেলে বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এরপর সোমবার পর্যন্ত  আট দিন নৌযান চলাচল বন্ধ ছিল। এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সংকট দেখা দিয়েছিল দ্বীপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com