1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
দ্বিতীয়বার বিয়ে করলেন সানি লিওন - দৈনিক আমার সময়

দ্বিতীয়বার বিয়ে করলেন সানি লিওন

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

একটা সময় নীল ছবির তারকা ছিলেন। পরে অবশ্য জায়গা করে নিয়েছেন বলিউডে। সেখানকার ছবিতে কাজ করছেন, পাশাপাশি নানা ধরনের ব্র্যান্ডিংয়ে দেখা যায় তাকে। জীবনে নানা চড়াই-উৎরাই পার করেছেন তিনি। প্রেমে ধোঁকা খেয়েছেন, তার জীবনে ওঠাপড়ার শেষ নেই। তবে এই সফরে গত দেড় দশক ধরে যে মানুষটা তার হাত শক্ত করে ধরে থেকেছেন তিনি ড্যানিয়েল ওয়েবার। ২০১১ সালে ড্যানিয়েলকে বিয়ে করেছিলেন সানি। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ১৩ বছর পার করে ফেলেছেন তারা। নীল ছবির জগৎ সেই কবেই ছেড়েছেন সুন্দরী। তিন সন্তানকে নিয়ে এখন সুখী সংসার তার। আমেরিকা ছেড়ে পাকাপাকিভাবে ভারতে বসবাস করেন তিনি। বিবাহবার্ষিকীতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। তা-ও সূদূর মালদ্বীপে। তিন সন্তান নিশা, নোয়া ও আশের উপস্থিতিতে বিয়ের শপথগুলো আবারও গ্রহণ করলেন দুজনে। জানা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীন ড্যানিয়েল সানিকে একটি হীরার আংটি দিয়ে অবাক করে দিয়েছেন। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, মালদ্বীপের নীল জলরাশিকে সাক্ষী রেখে পরস্পরকে চোখে হারালেন সানি-ড্যানিয়েল। এই বিয়ের একমাত্র সাক্ষী তাদের তিন সন্তান। দুজনের পরনেই এদিন সাদা পোশাক, ছবিতে একে অপরের দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে। ফুল হাতে সাদা গাউনে সানিকে মায়াবী দেখাল, অন্যদিকে ড্যানিয়েল বেছে নিয়েছিলেন সাদা শার্ট ও সাদা ট্রাউজার। সানি এবং ড্যানিয়েল তাদের তিন সন্তানের সঙ্গেও ছবির জন্য পোজ দিয়েছেন। বিয়ের ছবি পোস্ট করে সানি লেখেন, ‘প্রথমবার আমরা ভগবান, পরিবার ও বন্ধুদের সামনে বিয়ে করি। এবার আমরা দুজনে বিয়ে করলাম মাত্র তিনজন (সন্তান) সাক্ষী, নিজেদের মধ্যে আরো ভালোবাসা আর সময় নিয়ে! আজও তুমিই আমার জীবনের ভালোবাসা এবং আজীবন সেটাই থাকবে! আই লাভ ইউ ড্যানিয়েল’। বিয়ের আসরে তিন সন্তানসহ সানি লিওন। ২০১১ সালে সানি জানিয়েছিলেন মার্কিন অভিনেতা, প্রযোজক এবং উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেছেন। ২০১৭ সালের জুলাই মাসে এই দম্পতি মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে তাদের প্রথম সন্তানকে দত্তক নেন। নাম রাখেন নিশা কৌর ওয়েবার। সেই সময় ওই শিশুটির বয়স ছিল ২১ মাস। পরের বছর মার্চ মাসে, সানি এবং ড্যানিয়েল তাদের যমজ ছেলের জন্মের ঘোষণা করেছিলেন, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com