ঢাকার দোহার উপজেলার বিলাসপুরের ছোট রামনাথপুর গ্রামে একটি বিয়েতে রাজি না হওয়া কনের বড় বোনকে মারধরকারী শাজাহান মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয় ওয়ার্ডের জনপ্রতিনিধিরা গৃহবধূ পারভীন আক্তার (২৫) বাদী হয়ে বৃহস্পতিবার (১০ই এপ্রিল) দুপুর ১টায় দোহার থানায় মীর আ: কাদেরের ছেলে শাজাহান মাঝি (৬৫) ও খোকন মাঝির ছেলে রিফাত (১৮) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পারভীন জানান, তিনি বরিশাল থেকে অল্প সময়ের জন্য এই গ্রামে এসেছেন এবং শাজাহান মাঝি গত এক বছর ধরে তাকে বিরক্ত করে আসছেন। শাজাহান তাকে জোর করে বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন এবং মানসিক নিপীড়ন চালাচ্ছেন।
পারভীনের বোন সারমিন বেগম জানান, তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং তিনি তার বোনকে বিয়ে দিতে রাজি নন। সারমিনের মন্তব্য অনুযায়ী, শাজাহান মাঝি আগে একাধিক বিয়ে করেছেন এবং তাঁর বিরুদ্ধে বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছে।
যদিও শাজাহান মাঝি বলেছেন যে অভিযোগগুলো মিথ্যা, তিনি বিষয়টি সমাধানের জন্য থানায় আলোচনা হয়েছে বলে দাবি করেছেন।
দোহার থানার কর্মকর্তা মোঃ রেজাউল করিমকে ফোনে যোগাযোগ করা সম্ভব না হলেও ডিউটি অফিসারের মাধ্যমে জানা যায়, শাজাহান মাঝির বিরুদ্ধে অভিযোগ হয়েছে তবে তদন্ত শুরু হয়নি।
এ ঘটনায় স্থানীয় সমাজে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতা অনুভব করছে।
Leave a Reply