1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দীপ্ত টিভিতে ‘‌তুফান‘‌ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার শো   - দৈনিক আমার সময়

দীপ্ত টিভিতে ‘‌তুফান‘‌ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার শো  

মাহবুব মিনেল(স্টাফ রিপোর্টার) - 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঈদুল ফিতরে শাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত বাংলা চলচ্চিত্রের আলোচিত ও দর্শকপ্রিয় সিনেমা ‘তুফান’– এর এক্সক্লুসিভ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে দীপ্ত টিভিতে। এই সিনেমায় ডবল রোলে অভিনয় করেছেন শাকিব। তুফান-এ নব্বই-এর দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব। তুফান সিনেমাটির টেলিভিশন সম্প্রচার নিশ্চিত করতে দীপ্ত টিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

 

মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা এবং আলফা আই স্টুডিওস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল। এসময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, হেড অফ মার্কেটিং মো. মোজাম্মেল হোসাইন এবং আলফা আই স্টুডিওসের ক্রিয়েটিভ ও কমিউনিকেশন ম্যানেজার কাশফি আহসান।

 

দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, ‘দীপ্ত টিভি সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে। এবারের ঈদুল ফিতরে বিশেষ চমক হিসেবে থাকছে ‘তুফান’এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি দর্শকদের জন্য অসাধারণ উপভোগ্য হবে বলে আমরা বিশ্বাস করি।‘

 

আলফা আই স্টুডিওসের এমডি শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান’ শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার ঈদে টেলিভিশন দর্শকদের জন্য এটি একটি বিশেষ উপহার হতে যাচ্ছে। টেলিভিশনের বিশাল দর্শকদের জন্য এটি হবে এক অনন্য বিনোদন অভিজ্ঞতা।

 

২০২৪ সালের ১৭ জুন মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্যাপক জনপ্রিয়তা পায়। সুপারস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা অভিনীত এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের তুমুল সাড়া ফেলে। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি এবং প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com