ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা এক দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন।গতকাল দুপুরে সদরের দাপুনিয়া এলাকায় এক দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন যুবলীগের নেতা কর্মীরা। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের আহ্বানে নিরিহ অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া কর্মসূচির আলোকে আমরা সদরের দাপুনিয়া এলাকায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেই। এসময় উপস্থিত ছিলেন, জেলা ও সাবেক সদর উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply