রাজধানীর তুরাগে ‘মানসিক আরে আমি কি করে দিব এই নিউজটা চালু কইরা করেন ভারসাম্যহীন’ ছেলের ছুরিকাঘাতে চল্লিশোর্ধ্ব এক মা নিহত হয়েছেন।
১০ নভেম্বর রোববার ভোরে বাউনিয়া মাদবরবাড়ি এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।নিহত দিনু বেগম বাসাবাড়িতে কাজ করতেন। তার স্বামী নুরুল আমিন একজন দিনমজুর। ২৫ বছর বয়সী ছেলে জিহাদ ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছেন বাবা নুরুল আমিন।
তিনি বলেন, রোববার ভোরে তার স্ত্রী রান্না করতে চুলা ঘরে যান। ওই সময় জিহাদ ঘর থেকে একটি ছুরি নিয়ে তার মাকে ছুরিকাঘাত করে। তার (দিনু বেগম) চিৎকার শুনে আমি দৌড়ে যাই সেখানে, ততক্ষণে জিহাদ পালিয়ে যায়।
পরে দিনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply