রমজান উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সাচাইল পূর্ব পাড়া জামে মসজিদে ২৭ দিনব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সাচাইল পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার শিক্ষক মৌলভী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা ফয়েজ উদ্দিন।
জানা যায়, চলতি রমজানের শুরু থেকে ফ্রী সহিহ কুরআন শিক্ষা কোর্সে দরস প্রদান করেন, অত্র মসজিদের খতীব ও বারুইগ্রাম মাদরাসার সহকারী শিক্ষা সচিব মুফতি খাইরুল ইসলাম রাহমানী। উক্ত কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। আজ বুধবার দুপুর ১২ টায় কুরআন শিক্ষা কোর্সে অংশগ্রহণকারীদের পবিত্র কুরআনের সবক প্রদান করেন মাওলানা ফয়েজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, আকতার আছেফা মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব সামির হোসেন সাকী মাহাজন সহ সমাজের সর্বস্তরের লোকজন। প্রধান অতিথি মাওলানা ফয়েজ উদ্দিন দামাত বারাকাতুহুম বলেন, রমজান হল কুরআন নাজিলের মহিমান্বিত মাস। ৬১০ খ্রিস্টাব্দে রমজান মাসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর জাবালে নুরের হেরা গুহায় আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিম নাজিল করেন। মুসলিম উম্মাহর জন্য সঠিক পথ প্রাপ্তি গাইড হলো এ কুরআন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদেরকে আজ পবিত্র কুরআনে সবক প্রদান করা হল। তোমরা কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের জীবনকে আলোকিত করে তুলবে।
Leave a Reply