গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৬ মে) রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে নিজস্ব অগ্নি নির্বাপক দিয়ে আগুন নিভানোর পর জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে ব্রেক করার পরপরই হঠাৎ ট্রেনের ইঞ্জিনের চাকার ওপর ধোয়া উঠতে থাকে। একপর্যায়ে ইঞ্জিনের ওপরে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে,ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
যমুনা ট্রেনের টিকেট চেকার ম্যান বশির মিয়া বলেন,” বৃহস্পতিবার বিকেলের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ৭টার দিকে শ্রীপুরে স্টেশনে পৌঁছায়। ওই স্টেশনে থামার জন্য ব্রেক করলে ট্রেনের ইঞ্জিনের লাইনে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে ধোয়া দেখতে পান ট্রেনের কর্মচারী-কর্মকর্তারা। তার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে। পরে আমাদের কাছে থাকা অগ্নি নির্বাপকের সাহায্যে ৪ মিনিটেই আগুন নিভানো হয়। পরে ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়”।
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান দৈনিক আমার সময়কে বলেন,”এটা ছোট আগুন, তেমন বড় ঘটনা নয়। তবে, বড় হতেও পারতো।
বর্তমান ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে”।
Leave a Reply