1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশুর অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন - দৈনিক আমার সময়

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশুর অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন

আমার সময় অনলাইন
    প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ (৭ অক্টোবর ২০২৪, সোমবার) দূতাবাসের মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশুর অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।

আলোচনায় স্বাগত বক্তব্যে দূতাবাসের চার্জ দ্যা এফ্যায়ার্স শাহ আসিফ রহমান শিশুদের সুষ্ঠ ও পরিপূর্ণ বিকাশে তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের আলোকিত নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব পরিবার থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের প্রত্যেকের। ফিলিস্তিন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন স্থানে শিশুরা যুদ্ধের নির্মমতা ও নৃশংসতার শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে অবশ্যই জাতিসংঘ শিশু অধিকার সনদের অধীনে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকল্পে ও তাদের অধিকার রক্ষায় নিঃশর্তভাবে কাজ করতে হবে।

পরে উন্মুক্ত আলোচনা পর্বে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ বক্তব্য রাখেন। তিনি শিশুদের জন্য কবি সুকান্তের ‘ছাড়পত্র’ কবিতাটি আবৃত্তি করেন।

আলোচনা শেষে শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের গৃহীত শিশু অধিকার কনভেনশনের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com