কক্সবাজার টেকনাফে দুই কৃষক অপহরণকারী মামলার আসামি নুরুল আমিন (৪০)কে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এসময় অপহরণ কাজে ব্যবহারিত ১টি দেশী তৈরী এলজি ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। আটক ব্যক্তি হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানখালী গ্রামের মোস্তফা কামালের ছেলে।
মঙ্গলবার রাতে টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (৩মে) গভীর রাতে
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জাহাজপুরা হতে ২ কৃষক অপহরনের সাথে জড়িত নুরুল আমিন, পিতা – মোস্তফা কামাল দেশী তৈরী এলজি ও তাজা কার্তুজসহ বাহারছড়া ইউপিস্থ নোয়াখালী পাড়ার জুম্মা পাড়ার পাহাড়ী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করলেও পুলিশের উপস্থিত টের পেয়ে অপহরণ চক্রের অপরাপর সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনিয় আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
Leave a Reply