কক্সবাজারের টেকনাফে আল মনসুর এন্টার প্রাইজ চিংড়ি হ্যাচারীর একটি কক্ষ থেকে মো. গোলাম আজম প্রকাশ রবু (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।
মো. গোলাম আজম প্রকাশ রবু ওই আল- মনুসুর এন্টারপ্রাইজ হ্যাচারীর ম্যানেজারের দায়িত্বে ছিলেন ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকার আল-মনসুর এন্টারপ্রাইজ নামের একটি চিংড়ি পোনার হ্যাচারী থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার (ওসি) মো. আব্দুল হালিম জানান,খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন আল-মনসুর এন্টারপ্রাইজ নামের একটি চিংড়ি পোনা হ্যাচারী থেকে ওই হ্যাচারীর ম্যানেজারের অর্ধগলিত মৃতদেহটি নিজ শয়ন কক্ষের ভেতর খাটের নিচে পড়ে থাকা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,পরবর্তীতে সুরতহাল শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তবে কি কারনে তার মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে বলে ওসি জানায়।
Leave a Reply