টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সার্কিট হাউজের নতুন ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৮৫ জন অংশ গ্রহণ করে। পরে আটটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply