রাজধানীর লালবাগের আওয়ামীলীগের নেতাকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে দায়েরকৃত ৩০২ ধারা মামলার
জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হত্যা মামলার অন্যতম আসামী হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পিবিআই।
গতকাল রাত লালবাগ এতিমখানা রোড থেকে গ্রেফতার করে আজ ঢাকার সিএমএম কোর্টে তোলা হলে আদালত পরবর্তী দিন ধার্য্য করে।
বাদী পক্ষের আইনজীবি এস এম শওকত হোসেন মিয়াঁ বলেন, ভিক্টিম সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর ছাত্র ইমতিয়াজ হোসেন জাবির জুলাই অভ্যূত্থানের সময় ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে মুগদা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে আরও সঙ্কটাপন্ন অবস্থা হলে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করে পরে চিকিৎসাধীন অবস্থায় ভিক্টিমের মৃত্যু হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর ভিক্টিমের পিতা রামপুরা থানার মামলা নং; ৬/১/২৫ইং, দণ্ডবিধি ৩০২, ৩৪, ৩০৭, ১২০/খ, ৩২৬, ১০৯, ১৪৬, ১৪৭, ১৪৮ ধারায় মামলা করে।
তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর, চাঁদাবাজ ও প্রতারক ছিলেন। তার কারনে অনেক মানুষ প্রতারিত হয়েছে বলে বলে আমাদেরকে জানান আসামী হারুন অর রশিদের দ্বারা ক্ষতিগ্রস্ত আরেক ভিক্টিমের আইনজীবি শেখ রিমা।
Leave a Reply