কক্সবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হাশেমিয়া কামিল মাদরাসার মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি ময়দানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক ।
শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমনে জেলাব্যাপী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের পরিকল্পিত উন্নয়ন এবং পর্যটন খাতকে জাতীয় পর্যায়ে আরো গুরুত্ব দিয়ে তুলে ধরতে আমীরে জামায়াতের ৮ তারিখের সফরের মাধ্যমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস। জেলা আমির জেলাবাসীকে ৮ ফেব্রুয়ারির কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন-জেলা অফিস সম্পাদক এড. মোহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য এড. জাফরুল্লাহ ইসলামাবাদী, সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এড. সলিমুল্লাহ বাহাদুর, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সদর জামায়াতের আমির অধ্যাপক খুরশিদ আলম আনছারি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোহাম্মদ মহসিন, শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরীসহ শহর নেতৃবৃন্দ।
Leave a Reply