জামালপুরের ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
বুধবার বিকালে উপজেলার বীরউত্তম শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতুর পূর্ব পার্শ্বে ৫কোটি ২৯লাখ টাকা ব্যয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে মিনি স্টেডিয়ামটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি,সংরক্ষিত আসনের সংসদ সদস্য হুসনে আরা,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ আরও অনেকেই।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রতিমন্ত্রী।
Leave a Reply