জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবুল কাশেম দুলাল হত্যার সাথে জড়িদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে স্থানীয় নঈম মিয়ার বাজার এলাকায় গ্রামবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা আব্দুর রাজ্জাক, ভাই রেজাউল করিম, ছেলে মনির হোসেন, মেয়ে মনিরা, বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোটরসাইকেল চাপায় ছাগল আহতকে কেন্দ্র করে বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম ও স্থানীয় প্রভাবশালী গাজী আমানুজ্জামানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত ২৭ এপ্রিল দুই পক্ষের সংর্ঘষের সময় আলীরপাড়া গ্রামের কৃষক আবুল কাশেম দুলালকে প্রকাশ্য টেটা মেরে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৪০ জনের নামে হত্যা মামলা হয়। বকশীগঞ্জ থানার পুলিশ সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৬ জনকে গ্রেপ্তার করলেও এখনো গ্রেপ্তার হয়নি বর্তমান চেয়ারম্যান মাসুমসহ অন্য আসামিরা।
Leave a Reply