1. : admin :
জামালপুরে আনসার সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক-৩ - দৈনিক আমার সময়

জামালপুরে আনসার সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক-৩

আব্দুল্লাহ আল লোমান, জামালপুর প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার মজনু মিয়া ওরফে মম’র পুত্র  আনসার সদস্য উজ্জল মাহমুদের  বিরুদ্ধে তার স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ।
 জানা যায় বুধবার ভোর রাতে এ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য  রাতে  ৩-জনকে আটক করেছে জামালপুর থানা পুলিশ।
নিহত পরিবার জানায়, গত দুই মাস সতের দিন আগে মাদারগজ্ঞ এলাকার জোর খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের  কলেজ পড়ুয়া কন্যা তাহমিনা জান্নাতের সাত লক্ষ ষাট হাজার  টাকার কাবিনে আনসার সদস্য উজ্জল মাহমুদের সঙ্গে বিবাহ হয়। তাহমিনার গর্ভে  সন্তানও রয়েছে। ঘটনার দিন তাহমিনার গর্ভের সন্তান নষ্ট করার জন্য স্বামীসহ তার পরিবারের লোকজন চেষ্টা চালায়। এতে তাহমিনা তা অস্বীকার করলে তাকে প্রথমে হাতপা বেঁধে নির্যাতন করে পরিবারের লোকজন । পরে তাহমিনা জান্নাতের  অবস্থার গুরুত্বর দেখে স্বামী পরিবারের লোকজন ভোর সকালেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত ডা.তাহমিনা জান্নাতকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল গেট থেকেই নিহতের   শাশুরীসহ তিনজনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে।
জামালপুর সদর থানার পুলিশের উপ পরিদর্শক এস আই আলমগী মুনছুর  বলেন,লাশের সুরতহাল শেষে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং তিনজনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com