শরীয়তপুর জাজিরা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী
অপ্রাতিষ্ঠানিক পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ শেষে সোমবার (১১ এপ্রিল) সকাল ১১ টার সময় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব কল্যাণ সংস্থার সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন শাহ্। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন। মোহাম্মদ আবুবকর সিদ্দিক, গীতিকার ও কবি মো. কুদ্দুছ মাদবর, নারী উদ্যোক্তা আফরোজা আক্তার প্রমূখ।
এছাড়াও প্রশিক্ষণার্থীদের মধ্যে ১ম স্থান অর্জন কারি মো. ফারুক মিয়া, ২য় স্থান অর্জনকারী মুক্তা আক্তার ও ৩য় স্থান অধিকারী কাকলি আক্তার কে সম্মাননা পদক প্রদান করেন যুব কল্যাণ সংস্থার সম্পাদক মো. রফিকুল ইসলাম।
Leave a Reply