বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘জাওয়ান’ সীমিত পরিসরে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বাংলাদেশে। কেবল তিনটি মাল্টিপ্লেক্সেই এটি দেখানো হয়েছে প্রথম দিন। শুক্রবার থেকে পুরোদমে দেশজুড়ে চলবে ছবিটি। আমদানিকারক অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের সূত্রে জানা গেছে, দেশজুড়ে ৪৮টি প্রেক্ষাগৃহে দেখা যাবে বিদেশি ‘জাওয়ান’। তবে মাঠ একদমই ফাঁকা পাঁচ্ছেন না শাহরুখ খান। কারণ তার মুখোমুখি দেশি ‘সুজন মাঝি’ তথা ফেরদৌস আহমেদ। হ্যাঁ, শুক্রবার মুক্তি পাঁচ্ছে দেশের এই সিনেমা। যেটা গত কয়েক দিন ধরে আলোচনা-সমালোচনায় রয়েছে। সিনেমাটির ট্রেলার, এর পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ঝাঁজালো বক্তব্য এবং প্রযোজকের হুংকারেই সোশ্যাল মিডিয়া উত্তাল। জানা গেছে, দেশের ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘সুজন মাঝি’। এর সঙ্গে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসী খোকা’ এবং দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ‘জাওয়ান’র আগমনে তারা মুক্তি পিছিয়েছেন। ‘সুজন মাঝি’ থেকে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নিজের প্রত্যাশা জানালেন এভাবে, ‘এটা একটা গ্রামের গল্প। আমাদের দেশটা পুরোটাই গ্রামের। আমি মনে করি গ্রামের ছবিই মানুষ বেশি দেখে। এর প্রমাণও অতীতে দেখা গেছে। আমি আশা করি ছবিটি বাংলাদেশের সবার ভালো লাগবে। এটা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, কোনো পুরস্কারের জন্য বানাইনি।’ ছবিটির নায়িকা নিপুণ বলেছেন, “এই গল্প নৌকার কথা বলবে, গ্রামের কথা বলবে। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই ছবি দেখে অনেক কিছু জানতে পারবে, আমাদের দেশটা কেমন। এর সঙ্গে ‘জাওয়ান’ মুক্তি পাঁচ্ছে ঠিক। তবে যারা ‘সুজন মাঝি’ দেখার, তারা ঠিকই দেখবে।” এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণ। এছাড়াও আছেন রাতুল, তিথি, গাঙ্গুয়া, সেলিম, শিউলি আক্তার প্রমুখ। এটি প্রযোজনা করেছেন আবু সাঈদ।
Leave a Reply