যুক্তরাষ্ট্রের দোদুল্যমান রাজ্যগুলোর মধ্যে অন্যতম জর্জিয়া। রাজ্যটিতে ভোট গণনা চলছে। এরইমধ্যে ভোটের ফলফল আসতে শুরু করেছে। প্রথম ৫০ শতাংশ ভোট গণনার ফলাফলে ট্রাম্প ৫৫ দশমিক ৪ শতাংশ এবং কমলা হ্যারিস ৪০ শতাংশ ভোট পেয়েছেন। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ছোট গ্রামীণ কাউন্টি গুলোতে রিপাবলিকানরা বেশি ভোট পেতে পারে। তাছাড়া বড় বড় শহুরেগুলোতে ডেমোক্র্যাটিকরা বেশি ভোট পেতে পারে।
প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা।
উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।
Leave a Reply