পবিত্র রমজানে ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে অমি-রনি ট্রান্সপোর্ট । বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরের কদম তলা এলাকায় রোজাদারদের হাতে ইফতার তুলে দেয় অমি -রনি ট্রান্সপোর্ট এর পক্ষে রনি আহাম্মেদ।
ইফতার পেয়ে সন্তোষ প্রকাশ করে রিকসা চালক সিরাজ বলেন, ইফতার পেয়ে ভালো লাগছে। আমাদের পক্ষে ইফতার কিনে খাওয়া সম্ভব না। তবে মাঝেমধ্যে ইফতার পাই। ইফতার পেলে খাই। যেদিন পাই না, সেদিন খাওয়া হয় না।
ইফতার বিতরণের সময় রনি আহমেদ বলেন, আমি সব সময় কল্যাণমুখী কাজ করতে চাই। সে লক্ষ্যে নানামুখী উদ্যোগ নিয়েছি। সেই চেষ্টা থেকে আজ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতে এই ধরনের কাজ চলমান থাকবে।
সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ একটু ভালো কিছু পেয়ে সবাই আনন্দিত আর তাদের এই আনন্দে আনন্দিত অমি-রনি ট্রান্সপোর্ট এর সংশ্লিষ্ট সবাই।
Leave a Reply