1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ছাত্রবান্ধব জনপ্রতিনিধি ইকরামুল হক টিটু - দৈনিক আমার সময়

ছাত্রবান্ধব জনপ্রতিনিধি ইকরামুল হক টিটু

শুভ বসাক
    প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতির নগরী ‘ময়মনসিংহ’। আর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র ইকরামুল হক টিটু। শিক্ষার্থীদের ডাকে এই জনপ্রতিনিধি শত ব্যস্ততা দূরে ঠেলে চলে চলে যান দেশের যেকোনো প্রান্তে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা ছাত্র সমিতির বিভিন্ন কর্মসূচিতে পৃষ্ঠপোষকতাও করে থাকেন তিনি। যেকোনো সমস্যা নিয়ে শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলতে পারেন নির্দ্বিধায়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের পাশে থাকার পাশাপাশি ময়মনসিংহ মহানগরীর উন্নয়নেও তিনি কাজ করে চলছেন সমান তালে। সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। আলোকিত নগরী ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নিয়েছেন নানা উদ্যোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, টিটু ভাই সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়মনসিংহের শিক্ষার্থী ভাই-বোনদের পাশে বটবৃক্ষের ন্যায় ছায়া হয়ে পাশে আছেন। আমাদের ময়মনসিংহ জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাওয়াতে নিজের শত ব্যস্ততা উপেক্ষা করে সুদূর  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে ময়মনসিংহের শিক্ষার্থীদের মধ্যে ভালবাসা ও সৌহার্দ্যের পরশ বিলিয়ে দিয়েছেন। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার বহনে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তার ঘোষণা দিয়েছেন এবং যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের একজন নাগরিক হিসেবে এরকম শিক্ষার্থীবান্ধব, জনদরদী, মহৎ হৃদয়ের অধিকারী মানুষকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে পেয়ে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত ও গর্বিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বলেন, মেয়র টিটু ভাই সবসময় শিক্ষার্থীবান্ধব৷ যেকোনো শিক্ষার্থী ভাইয়ের সঙ্গে অনায়াসে কথা বলতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহের আঞ্চলিক সংগঠনগুলোকে তিনি সবসময় সহযোগিতা করে থাকেন। আমাদের সমিতির যেকোনো কাজে টিটু ভাইকে সবসময় পাশে পেয়েছি। নানা কর্মসূচিতে সশরীরে তিনি উপস্থিত থেকেছেন। জনপ্রতিনিধি এমনই হওয়া দরকার। সব শ্রেণি, পেশার মানুষ যাকে পাশে পাবে যেকোনো প্রয়োজনে। মেয়র টিটু ভাই এমনই একজন মানুষ।এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা দেশের সম্পদ। আমি চাই আমার এলাকার শিক্ষার্থীরা ভালো অবস্থানে পৌঁছাক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ময়মনসিংহের অসংখ্য শিক্ষার্থী ভালো অবস্থানে যাচ্ছে, যা দেখে আমার গর্ববোধ করি। শিক্ষার্থীদের জন্য আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’উল্লেখ্য, মেয়র ইকরামুল হক টিটু ১৯৭৬ সালের ১লা আগস্ট ময়মনসিংহ জেলার একটি শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে ঐতিহ্যমন্ডিত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com