1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চিরকুট লিখে পোশাক শ্রমিকের আত্মহত্যা  - দৈনিক আমার সময়

চিরকুট লিখে পোশাক শ্রমিকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামের বাদশা মিয়ার চারতলা ভবন থেকে তানজিলা আক্তার (২৫) নামের এক পোশাক শ্রমিক গলায় ওড়না পেঁচিয়ে জানালার সাথে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের (জৈনাবাজার) এলাকায় এ ঘটনা ঘটেছে।
তানজিলা আক্তার উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার সরাফত আলীর মেয়ে । মৃত তানজিলার ভাই বলেন, আমার বোনের বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে ডিভোর্স হয়ে গিয়েছে। আমরা জানি বর্তমানে সে আরেকটি মেয়ের সাথে ভাড়া বাসায় থেকে ভালুকা উপজেলার কালার মাস্টার এসকিউ গ্রুপে চাকরি করে।
লাশের পাশে পড়ে থাকা চিরকুটে লেখা রয়েছে, আমি নিজের ইচ্ছাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। তার জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনো কারণ না। কারণ আমি এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। আমি চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নাই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি তানজিলা। ভালো থেকো তুমি তুমার মহারানী তানিয়াকে নিয়ে।
বাসার মালিক বাদশা মিয়া গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তানজিলা তার স্বামী নিয়ে আমার বাসার চতুর্থ তলায় সাবলেট নিয়ে থাকেন। মাঝেমধ্যে স্বামী এ বাসায় যাওয়া আসা করে। বাড়িওয়ালার কাছে ভাড়াটিয়া ডকুমেন্টস দেখতে চাইলে সে বলে আমি বাসা ভাড়া দিয়েছি ডকুমেন্ট ছাড়াই। আমার কাছে কোন ডকুমেন্টস নেই। তবে স্বজনদের দাবি, তার স্বামী নেই।
শ্রীপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com