1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চার সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার  - দৈনিক আমার সময়

চার সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার 

রিয়াজুল ইসলাম রিয়াজ, নাটোর :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বিভিন্ন সংবাদ মাদ্যমে সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়া পৌরসভার রাস্তার কাজ ফেলে লাপাত্তা হওয়া ঠিকাদার আব্দুল মান্নাফ ও কামরুজ্জামান কমরের লাইসেন্স জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। এর আগে গত ২৮ মার্চ প্রিন্ট সংস্করণে ‘চার সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি নজরে আসে পৌর কর্তৃপক্ষের। ওই সংবাদ সূত্রে জানা গেছে,কাজের মেয়াদ শেষ হওয়ার বছর পার হলে,দুই ঠিকাদারকে বারবার পেশার কাজের তাগি দিলেও তারা গুরুত্ব দেননি। পৌরসভার বারইপাড়া সড়কের ৫৭৫ মিটার, মাছিমপুর সড়কের ১০৫ মিটার, লক্ষণহাটি সড়কের ৮৩ মিটার এবং সোনাপাতিল সড়কের ৬২ মিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় পৌরসভা। ৮২ লাখ টাকা ব্যয়ে সড়ক চারটি সংস্কারের দায়িত্ব পায় মেসার্স আব্দুল মান্নাফ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার মালিক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নাফ ও মেসার্স ভাই-ভাই ট্রেডার্স এর মালিক পৌর বিএনপির নেতা কামরুজ্জামান কমর। কাজ পেয়ে বছর খানেক আগে রাস্তা গুলোতে শুধু খোয়া ও বালু বিছিয়ে বেশিরভাগ টাকা তুলে লাপাত্তা হয়ে যান এই ঠিকাদার। ফলে আস্তে-আস্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো। বিষয়টি নিয়ে একাধিকবার তাদেরকে নোটিসও দেয় পৌরসভা কিন্তু বিষয়টি আমলে না নেওয়ায় তাদের লাইসেন্স জব্দ করা হয়।
এদিকে ঠিকাদার আব্দুল মান্নাফ ও কামরুজ্জামান কমর তাদের লাইসেন্স জব্দের কথা স্বীকার করে , তাদেরকে আর একটু সময় দিলে বাকি কাজ শেষ করে দিবেন বলে আশ্বাস দেন তারা।
বাগাতিপাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সাইদুল ইসলাম জানান,অভিযুক্ত ঠিকাদাররা মাত্র ৩৫ শতাংশ কাজ করলেও প্রায় ৬০ শতাংশ বিল উত্তোলন করে নিয়েছে। কাজের মেয়াদ শেষ হওয়ার বছর পার হলে, তাদের বারবার পেশার কাজের তাগি দিলেও তারা গুরুত্ব দেননি বলেও জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বাগাতিপাড়া পৌরসভার প্রশাসক হা-মীম তাবাসসুম প্রভা বলেন,নিউজ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ঠিকাদার আব্দুল মান্নাফ ও কামরুজ্জামান কমর এর  লাইসেন্স জব্দ করা হয়েছে। তারা কতটুকু কাজ করেছে এবং কত টাকার বিল উত্তোলন করেছে তা নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে,তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com