1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আটক - দৈনিক আমার সময়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আটক

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ :
    প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
শিবগঞ্জ সীমান্তে চোরাচালানোর সময় ভারতীয় অবৈধ ১০টি গরু আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।
তিনি জানান যায়, গোপন সংবাদের ভিত্তিতে (১০ এপ্রিল) মধ্যরাতে মনাকষা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি আম বাগানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ১০টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com