গাজীপুরে হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার(২০ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলা এবং কালিয়াকৈর উপজেলার ৫ টি গ্রামের ১০০টি দরিদ্র পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে এবং ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক খাঁন আকিবের তত্বাবধানে ফাউন্ডেশনের অন্য সদস্যদের সাথে নিয়ে উপহার সামগ্রীর প্যাকেট দরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে তাদের হাতে পৌছিয়ে দেওয়া হয়।
ঈদ উপহার হিসেবে প্রতি প্যাকেটে আছে চাল,ডাল,আলু,পেয়াজ ,তেল,চিনি,সেমাই,প্যাকেট দুধ ,কিসমিস,সাবান সহ ইত্যাদি।
হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, আমাদের এই ফাউন্ডেশনটি ২০১৭ সালে মাত্র ৭ জন সদস্য নিয়ে তাদের যাত্রা শুরু করে কাজ করতে থাকে।সেবা মূলক সংগঠন হওয়ায় এতে মানুষের আগ্রহ বারে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ৩০০০ এর বেশি বলে জানান।
হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দরা বলেন, আমাদের হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যারা দরিদ্র মানুষের পাশে দাড়ায়।তাড়া তাদের সেবা মূলক কাজে সহযোগিতা করার জন্য গাজীপুর জেলা পরিষদ এর নিকট আবেদন জানিয়েছে বলে জানান।
Leave a Reply