রবিবার উপ অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় কুষ্টিয়ায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় মেহেরপুর-ঢাকাগামী শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্রো ব-১১-৮১৫৪) তল্লাশি চালিয়ে ভারতীয় ১.০৬০ কেজি (এক কেজি ষাট গ্রাম) হেরোইন উদ্ধার করে,
যার আনুমানিক সিজার মূল্য ২১,২০,০০০/- (একুশ লক্ষ বিশ হাজার) টাকা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। ৩০ এপ্রিল রবিবার ২০২৩ তারিখ রাত ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভেড়ামারা উপজেলাধীন বারো মাইল বাজার এলাকায় অত্র অভিযান পরিচালনা করে ,
উদ্ধারকৃত ভারতীয় হেরোইন ভেড়ামারা থানায় জিডি কার্যক্রম সম্পন্ন পূর্বক যথাযথ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply