বুধবার (১২ এপ্রিল) সকালে আর্ন এন্ড লিভে চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুমারখালীর সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ইমামদের মাঝে ঈদ উপহার নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সুবিধা বঞ্চিত কুষ্টিয়া জেলার ৩০ টি মসজিদের ইমামদের প্রত্যেকের মাঝে ৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
আর্ন এন্ড লিভ সংগঠনটির প্রতিনিধি সোহাগ মাহমুদ খানের সভাপতিত্বে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সামছুজ্জামান অরুণ।
সমাজকর্মী সাংবাদিক মাহমুদ শরীফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতির উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুর রফিক, জুলফিকার আলী হিরো, তুহিন সেখ প্রমূখ।
আর্ন এন্ড লিভের এমন ব্যাতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথি ও উপস্থিত ইমামগন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আর্ণ এন্ড লিভের কুষ্টিয়া টিমের সদস্যরা।
Leave a Reply