কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে আজ এক পর্যটকের মৃত্যু হয়েছে। বীচ ও লাইফ গার্ড কর্মীরা দুপুর একটায় মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, নিহত শাহজাহান (৪০) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকার আব্দুল খালেকের পুত্র। তিনি সপরিবারে আজ ভোরে কক্সবাজার বেড়াতে আসেন। সকাল ১১ টায় খাদ্য গুদাম সংলগ্ন একটি হোটেলে উঠেন। পরে সমুদ্র সৈকতে গোসল করতে নামলে দুপুর একটার দিকে পানির স্রোতে ভেসে যান। পরে তাকে উদ্ধার করে বীচ ম্যানেজমেন্ট কমিটির এম্বোলেন্স যোগে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
নিহতের স্ত্রীর বরাতে তিনি জানান, তার স্বামী রেস্টুরেন্টের একজন ওয়েটার।
তার লাশ বর্তমানে জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। উপস্থিত স্বজনরা সেখানে কান্নাকাটি করছেন।
Leave a Reply