ফেসবুকে পরিচয়, তারপর ম্যাসেঞ্জারে প্রেম। সেই প্রেমের টানে বিদেশ থেকে প্রেমিকা চলে আসে বাংলাদেশে। তারপর সেই প্রেমিকাকে নিয়ে শুরু হয় পুরো এলাকা জুড়ে তোলপাড়। এমনি এক গল্পে নতুন করে জুটি বাঁধলেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জেবা জান্নাত এবং অভিনেতা টিপু সুলতান। কমেডি, রোমান্টিক এবং অ্যাকশনে ভরপুর এই নাটকের নাম ‘মজনুর ফরেন বউ’।
নাটকটি পরিচালনা করেছেন আর. এইচ. তৌফিক, রচনা করেছেন আল আমিন। নাটকটিতে টিপু সুলতান ও জেবা জান্নাত সহ আরো অভিনয় করেছেন হারুন অর রশিদ বান্টি, নওশিন ইসলাম দিশা, শামীম, ইমরান আজান, রোজা খন্দকার রিমু সহ আরো অনেকেই। নির্মাতা টিমের পক্ষ থেকে জানা গেছে যে, নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে। এছাড়াও এন্টারটেইনমেন্ট ক্যাফে নামক ইউটিউব চ্যানেলেও নাটকটি প্রচার করা হবে।
ইতিমধ্যে টিপু সুলতান একের পর এক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন।
Leave a Reply